আমাদের সম্পর্কে দুটি কথা
২৩ ‘নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’ আজ একটি স্বনামধন্য ট্রাস্টের নাম। নবীগঞ্জের ইংল্যান্ড প্রবাসীদের অক্লান্ত পরিশ্রম, অবদান ও চেষ্টার ফলস্বরুপ আমাদের আজকের ট্রাস্ট। শুরুতেই উক্ত ট্রাস্টের সকল সদস্যগণকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং যারা পরপারে পাড়ি দিয়েছেন, তাদের আত্নার মাগফেরাত কামনা করছি। অনেক স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে ২০০০ সালে শুরু হয়েছিল আজকের ট্রাস্টের যাত্রা যার লক্ষ্য ছিল নবীগঞ্জের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসেবা প্রদান করা। সকল ট্রাষ্টিগণের ঐকান্তিক প্রচেষ্টায় ২০০৭ সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল আমাদের আইসিটি ট্রেইনিং সেন্টার ‘নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউট’। প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রায় ৩ সহস্রাদিক লোক প্রশিক্ষণ গ্রহণ করে। সকল ট্রাষ্টিগণের সহযোগীতা ও আর্থিক অনুদানের ফলে আমরা আজ প্রতিষ্ঠানটিকে ১১ শতক ভূমিতে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট (নিচতলা সম্পনড়ব) নিজস্ব ভবনে দাঁড় করাতে সক্ষম হয়েছি। গত দেড় বছরের করোনা বিষাদের মধ্য দিয়েও ভবনের কাজ চালিয়ে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। আজ প্রতিষ্ঠানটি নবীগঞ্জ তথা সারা সিলেটে অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করছি শীঘ্রই আমাদের ট্রাষ্ট ও আইসিটি ট্রেইনিং সেন্টার সারা বাংলাদেশে সাড়া জাগাবে। আপনাদের সকলের পরিশ্রমের ফসলের তরী উক্ত ট্রাস্ট ১৫ বছর অতিμম করছে। আপনাদের ভালোবাসা ও আন্তরিকার মধ্য দিয়েই এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে। আশা করছি ভবিষ্যতেও ট্রাষ্টের পথচলার পথে একইরকম সহযোগীতা, পরামর্শ ও ভালোবাসা সঙ্গ হয়েই থাকবে। নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে‘র এই দীর্ঘ পরিμমায় যারা আন্তরিকভাবে সহযাগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক মোবারকবাদ। আগামিতে যারা নতুন কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ করবেন তাদের পথচলায় আমার ও সকলের সহযোগীতা থাকবে আশা করছি। কোন ভুল-ত্রুটি পরীলক্ষিত হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করি।